বিপিএল নিলামে দাম শুনে হেসে উঠলেন লিটন দাস, বললেন ‘আপনারা বাড়িয়ে দেন ৫ লাখ…’
প্রশ্নের মাঝপথেই সাংবাদিককে থামিয়ে দিলেন লিটন দাস। উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন তিনিই—বিপিএল নিলামে তাকে কি ৭৫ লাখ টাকায় নেয়নি রংপুর রাইডার্স? সঙ্গে সঙ্গে সংশোধন করে জানানো হলো, গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত বিপিএল নিলামে তাকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর। তথ্যটা শুনেই মুখে চওড়া হাসি এনে লিটন মজা করে বললেন, ‘আপনারা বাড়িয়ে দেন ৫ লাখ…।’
১২ বছর পর বিপিএলে ফিরেছে নিলাম পদ্ধতি। জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার সরাসরি চুক্তি করলেও লিটন দাস ছিলেন ব্যতিক্রম। ‘এ’ ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। একই ক্যাটাগরিতে থাকা মোহাম্মদ নাঈম বিক্রি হয়েছেন ১ কোটি ১০ লাখ টাকা দামে। লিটনের চেয়ে বেশি মূল্য পেয়েছেন তাওহিদ হৃদয়ও—৯২ লাখ টাকায় তাঁকে কিনেছে রংপুর রাইডার্স।
চট্টগ্রামে সংবাদ সম্মেলনে নিলাম নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে লিটন জানালেন, দামকাঠামো তার নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, ‘আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে, আমি সেগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমি স্রষ্টায় বিশ্বাস করি। স্রষ্টা যদি মনে করেন আমাকে বেশি টাকা দেবেন, তিনি দিয়ে দেবেন। তাঁর মনে হয়েছে ৭০ লাখ যথেষ্ট, তাহলে তাই।’
সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরও প্রশ্ন আসে—কোটিপতি হতে না পারায় আফসোস আছে কি না। লিটন আবারও হাসিমুখে উত্তর দিলেন, ‘আমি তো বললাম, স্রষ্টায় বিশ্বাস করি। যেটা আছে, এটাতেই খুশি।’