রাষ্ট্রবিরোধী কার্যকলাপ: ইরানি নির্মাতা জাফর পানাহির কারাদণ্ড

admin

বিশ্বজুড়ে পরিচিত এবং কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণ পামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত। তার আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, সাজা ঘোষণার পাশাপাশি পানাহির ওপর দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং যেকোনো রাজনৈতিক ও সামাজিক সংগঠনে যোগদানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইনজীবী আরও জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

যদিও আদালত পানাহির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত প্রকাশ করেনি, তবে বলা হয়েছে তিনি রাষ্ট্রবিরোধী ‘প্রচারণামূলক কার্যকলাপে’ যুক্ত ছিলেন। বর্তমানে ফ্রান্সে বসবাসরত ৬৩ বছর বয়সী এই নির্মাতা সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন তার নতুন চলচ্চিত্র ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট–এর প্রচারে অংশ নিতে। নিউইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে চলচ্চিত্রটি তিনটি পুরস্কার জিতেছে। এছাড়া তিনি মরক্কোর মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও উপস্থিত থাকার কথা রয়েছে।

জাফর পানাহির সঙ্গে ইরানি কর্তৃপক্ষের টানাপোড়েন বহুদিনের। ২০১০ সালে ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন ও রাজনৈতিক সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের কারণে তাকে চলচ্চিত্র নির্মাণ এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। একই বছর তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলেও মাত্র দুই মাস পর তিনি জামিনে মুক্তি পান।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পানাহি নির্মাণ করেন আলোচিত ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত দিজ ইজ নট আ ফিল্ম, ট্যাক্সি এবং অন্যান্য চলচ্চিত্র। তার কাজগুলোতে সেন্সরশিপ, সামাজিক সংকট, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাধারণ মানুষের সংগ্রাম বিশেষভাবে উঠে আসে।

২০২২ সালে তাকে আবারও গ্রেপ্তার করা হয় এবং প্রায় সাত মাস কারাভোগের পর তাকে মুক্তি দেয়া হয়। এবার পাওয়া নতুন দণ্ডের বিষয়ে পানাহি বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।