বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সৃজিত-মিথিলার ছবি ভাইরাল, ছবিটি কবের?
অনেকদিন ধরেই তারকা দম্পতি সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার বিচ্ছেদের গুঞ্জন চলছে। এরই মাঝে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। দিন চারেক ধরে ছবিটি ফেসবুকে ঘুরছে, ছবিতে মিথিলা-কন্যা আইরাকেও রয়েছে।
ছবিটি নেটিজেনদের ভেতর আলোচনার খোরাক জুগিয়েছে। অনেকেই বলছেন সৃজিত–মিথিলা এক হয়েছেন। ছবিটির সূত্র ধরে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের শিরোনামেও এসেছেন সৃজিত ও মিথিলা; বেশ কয়েকটি খবরে বলা হয়, সৃজিত ও মিথিলার পুনর্মিলন ঘটেছে।
তবে ছবিটি যাচাই করার জন্য রিভার্স ইমেজে সার্চ করে দেখা যায়, ছবিটি পুরোনো। ২০২৪ সালের ২ আগস্ট ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদনে ছবিটি পাওয়া গেছে। তবে ছবিটি কবে তোলা, তা জানা যায়নি।
২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতায় যাননি, মেয়েকে নিয়ে ঢাকায় থাকছেন। ছবিটি গত বছরের জুলাইয়ের আগেই তোলা হতে পারে। তখনো সৃজিত ও মিথিলার বিচ্ছেদের গুঞ্জনটা ডালপালা মেলেনি।
২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন মিথিলা, আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।
সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব নিয়ে আলোচনাও রয়েছে। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা যায় না। ২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতা যাননি। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’